ঘন ঘন রং বদলাচ্ছে, অজানা প্রাণী: রামনগরে উদ্ধার ক্যামেলিয়ন প্রজাতির গিরগিটি
বিরল প্রজাতির প্রাণী উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো রামনগরে। রামনগর এলাকায় গিরগিটির মতো দেখতে প্রাণীটি ঘন ঘন রং বদলাতে সক্ষম বলে জানা যায়।
অদ্ভূত আকৃতির এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার ঘিরে চাঞ্চল্য রামনগর এলাকায়।
পূর্ব মেদিনীপুর জেলার, রামনগর বিধানসভার, রামনগর ১’নম্বর ব্লকের, রামনগর থানার সামনে রাস্তার উপর বড় আকারের গিরগিটির মতো দেখতে বিরল প্রজাতির এই প্রাণীটিকে দেখতে পান রামনগর থানার ASI সমীর নায়ক । এই প্রাণীটিকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমায়।
রামনগর থানা বন দপ্তর খবর দেয় শংকরপুর বন বিভাগের আধিকারিক কে।তারা এসে বলেন প্রাণীটির নাম ক্যামেলিয়ন, এটি এক গিরগিটি প্রজাতির অন্তর্গত।