বগুলা হাসপাতালের নাম পরিবর্তন হতে চলেছে ।সোমবার সন্ধ্যা ৭ টা নাগাদ হাসপাতালে সূত্র মারফত জানা গেল বগুলা গ্রামীণ হাসপাতালে নাম পরিবর্তন হতে চলেছে ।সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্বপ্নদ্বীপের বাবা মায়ের সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রীর কাছে কান্নায় ভেঙে পড়েন স্বপ্নদ্বীপের বাবা মা । মুখ্যমন্ত্রী স্বপ্নদ্বীপের বাবা মাকে বলেন দোষীদের উপযুক্ত বিচার হবে এই বলে আশ্বস্ত করার সাথে আরও বলেন বগুলা হসপিটালের নাম পরিবর্তন করে রাখা হবে স্বপ্নদ্বীপ রুরাল হসপিটাল এবং বগুলা হসপিটালের ভিতর স্বপ্নদ্বীপের একটি মূর্তিও বসবে ।
■ফুটেজ
স্বপ্নদ্বীপের মৃত্যু নিয়ে রাজ্য থেকে দেশ এখনো উত্তাল। যাদবপুর কান্ডে সবাই প্রতিবাদে সোচ্চার হয়েছে। কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। স্বপ্নদ্বীপের স্বপ্ন দিপ নিভে যাওয়ার পর আন্দোলনে নেমেছি পড়ুয়ারাও। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেখা করেছে স্বপ্নদ্বীপের পরিবারের সাথেও। স্বপ্নদ্বীপের নামানুসারে হাসপাতালের নামও রাখলেন মুখ্যমন্ত্রী।
■ফুটেজ
রেগিংয়ের বলি হচ্ছে অনেক পড়ুয়া। এই মৃত্যুর দায় কার। শিক্ষাঙ্গনে বারে বারে অজান্তেই ঘটে যাচ্ছে অনেক ঘটনা। এই অন্যায় প্রথা কবে বন্ধ হবে। ছাত্র সমাজ থেকে রাজনীতিবিদ সমস্ত মহলেই প্রতিবাদের ঝড় উঠছে। স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদের ঝড় বন্ধ করে দিক সমস্ত রেগিং।
বিউরো রিপোর্ট আর টেন নিউজ বাংলা।