পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনে চমক।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দের নামের তালিকা প্রকাশিত হলো আজ। জেলা পরিষদের কর্মাধক্ষ নির্বাচনকে ঘিরে জেলা জুড়ে কৌতুহল ছিলো। আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে জেলা সভাপতি কর্মাধক্ষদের নামের তালিকা ঘোষণা করেন। কর্মধক্ষ নির্বাচনে জেলা জুড়ে কৌতূহল ছিল অনেকটাই। অবশেষে আজ কর্মধক্ষদের নামের তালিকা প্রকাশিত হলো।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই সভাধিপতি নির্বাচিত হয়েছিলেন উত্তম বারিক। এবার জেলা পরিষদের স্থায়ী কমিটি গঠনের পালা ছিল।
খাদ্য কর্মাধ্যক্ষ হয়েছেন তমাল তরু দাসমহাপাত্র।
জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হয়েছেন সামসুল ইসলাম,
পূর্ত কর্মাধ্যক্ষ হলেন মানব পড়ুয়া,
নারী ও শিশু কর্মাধ্যক্ষ হলেন মামনি জানা,
শিক্ষা কর্মাধ্যক্ষ হলেন অপর্ণা ভট্টাচার্য,
মৎস্য কর্মাধ্যক্ষ হলেন তরুণ জানা,
বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস,
কৃষি সেচ কর্মাধ্যক্ষ মানস পন্ডা,
ক্ষুদ্র শিল্প,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শতরুপা পয়রা,
রামনগর বিধানসভা থেকে কর্মাধ্যক্ষ হয়েছেন তমাল তরু দাস মহাপাত্র, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা
অন্যদিকে এবার দলনেতা হয়েছেন
মৃণাল কান্তি দাস ও
উপ অধ্যক্ষ হয়েছেন সুমিত্রা পাত্র। নবনির্বাচিত কর্মাধ্যক্ষরা আগামী দিনে মানুষের হয়ে কাজ করার বার্তা দেন। আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের জয়ী প্রার্থীরা কর্মাধ্যক্ষ নির্বাচনের উপস্থিত ছিলেন।
রামনগর বিধানসভা থেকে এবার কর্মাধ্যক্ষ হলেন মৈতনা অঞ্চলের প্রাক্তন উপপ্রধান তমাল তরু দাস মহাপাত্র। খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন তমাল তরু দাস মহাপাত্র। রামনগর বিধানসভা থেকে কর্মাধ্যক্ষ পাওয়ায় খুশি রামনগরবাসী। দীর্ঘদিনের লড়াকু নেতা ও তৃণমূল নেতৃত্ব তমাল তরু দাস মহাপাত্র। প্রথমবার জেলা পরিষদের আসনে দাঁড়িয়ে তাক লাগালেন তিনি। বড় ব্যবধানে জয় সাথে সাথে কর্মাধ্যক্ষ পদও পেলেন তিনি। রামনগর দু’নম্বর ব্লকের মইতনা অঞ্চলের দীর্ঘদিন ধরে তিনি উপপ্রধানের দায়িত্ব সামনে ছিলেন। এবারে জেলা পরিষদের আসনে জিতে কর্মাধ্যক্ষের দৌড়েছিলেন তিনি। শুভেচ্ছার বন্যায় ভাসছেন তমাল তরু দাস মহাপাত্র।
Hai