।
রামনগর এক নম্বর ব্লকে বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গের অন্যান্য সেন্টার এর মত ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। ট্যালেন্ট সার্চ পরীক্ষা ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ রামনগরে বিভিন্ন সেন্টারে মেধা অন্বেষণ পরীক্ষার অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ নেয়। ৩২০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় অন্যদিকে মিরগোদা হাইস্কুলে 360 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়।
মিরগোদা হাই স্কুলের সেন্টার ইনচার্জ পরিমল পাত্র, ও সাদী আর এন হাই স্কুলের সেন্টার ইনচার্জ গৌরহরি সাউ বিশেষ বার্তা দেন।
প্রতিবছরের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরে তুলনায় এই বছরের ছাত্র-ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি। রামনগর বিধানসভার পাবলিক স্কুল থেকে প্রাথমিক স্কুল, এমনকি নার্সারি স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ নেয়। সাদী আর এন হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক মন্ডল বলেন ছাত্রছাত্রীরা এই ধরনের পরীক্ষা দিলে আগামীতে আরো এগিয়ে যেতে পারবে।
আজ দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বিঘ্নে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মিরগোদা হাই স্কুল ও সাদি স্কুলের পরীক্ষার মূল দায়িত্বে ছিলেন শিক্ষক সুশান্ত গিরি।