পশ্চিম মেদিনীপুরের সাংবাদিক দেবমাল্য বাগচীর গ্রেফতারের প্রতিবাদে আজ ১১ই সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে এগরা সাব ডিভিশন জার্নালিস্ট ফোরাম ও নাগরিক সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দেওয়া হয়। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিশিষ্ট বিদ্বজনেরা এই বিক্ষোভে সামিল হন। এদিন এগরার দীঘা মোড় থেকে থেকে মিছিল শুরু করে সারা বাজার পরিক্রমা করে এগরা মহকুমা অফিসে এসে শেষে হয়। এগরা শহরের ত্রিকোণ পার্কে ৫ মিনিটের প্রতীকী পথ অবরোধ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এদিন এগরা থানাভারপ্রাপ্ত সি আই ও এগরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

চোলাই মদের খবর করতে গিয়ে পুলিশের কাছে হেনস্থা ও গ্রেফতার হতে হল পশ্চিম মেদিনীপুরের নির্ভীক সাংবাদিক দেবমাল্য বাগচীকে। তাঁকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজ এগরায় বিক্ষোভ মিছিল হয়। উপস্থিত ছিলেন পঙ্কজ দাশরথী, গোপাল পাত্র, প্রদীপ মাইতি, শুভঙ্কর মিশ্র, সৌমেন ওঝা, রাজকুমার ভুঁই, সুব্রত পাত্র, সুকুমার রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ।