পূর্ব মেদিনীপুর কোলাঘাট:– হাতেগোনা আর কয়েক দিন বাকি শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো, ইতি মধ্যেই প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, তবে বিগত কয়েক বছর ধরে মূল্যবৃদ্ধির কারণে কার্যত চরম সমস্যায় পড়েছে এলাকার মৃৎশিল্পীরা, পাশাপাশি সমস্যায় পড়েছে বিভিন্ন পূজা কমিটি গুলি, তবে এই বছর বর্ষা কালে ঠিক মত বর্ষা না হওয়ার কারণে অসময়ে হচ্ছে বৃষ্টিপাত যার ফলে চরম সমস্যায় পড়েছে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে তাদের, একই অসময়ে বৃষ্টি তারই মাঝে মূল্য বৃদ্ধি এই পরিস্থিতিতে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের মৃৎশিল্পী বিভাষ মান্না, আগে যেভাবে প্রতিমা বিক্রি হতো সেভাবে বিগত কয়েক বছর ধরে মূল্য বৃদ্ধির কারণে বিক্রি হচ্ছে না প্রতিমা, তাই পরিমানের চেয়ে কম তৈরি করতে হচ্ছে প্রতিমা, বিভিন্ন পুজো কমিটির সদস্যরা আসছেন দাম করছেন কিন্তু বুকিং করছে না, এই নিয়ে প্রচুর সমস্যায় পড়েছি, তবে যাই হোক বহু সমস্যার মাঝে প্রতিমা তৈরিতে ব্যস্ত এলাকার মৃৎশিল্পীরা।