■সৃষ্টি ধর,প্রতাপদিঘী,পূর্ব মেদিনীপুর।
পটাশপুর 2 প্রতাপদিঘী রামকৃষ্ণ সারদা শিক্ষা সদন ও সেবাশ্রমের ব্যবস্থানায়।
স্বামী বিবেকানন্দের ভাবধায় মূল্যবোধের শিক্ষা সেমিনার।
উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকা নন্দজী মহারাজ।
স্বামীজীর আবাসভূমি ও কালচারাল মঠ মিশনের অধ্যক্ষ কলকাতা।এছাড়া উপস্থিত ছিলেন এই স্কুলের সম্পাদক সুধাময় মহান্তি।
ট্রস্টি মেম্বার গোলোকেশ নন্দ গোস্বামী ও উৎপল বিকাশ দাস।অনুষ্ঠানটি পরিচালনা করেন এই স্কুলের প্রধান শিক্ষক শক্তিপদ গিরি ও সহকর্মীবৃন্দ।
স্কুলের মন্দিরের ঠাকুর প্রনাম করে জাতিয় পতকা তুলে প্রদীপ জেলে অনুষ্ঠান শুরু করেন।
এই এলাকার 12 টি হাইস্কুলের 250 জন ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার শুরু হয়।আজ শ্রীমৎ জ্ঞানলোকা মহারাজ ছাত্রছাত্রীদের বিশেষ গেন অর্জেনের কথা বলেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশন করেন ও তাদেরকে স্বামী বিবেকানন্দের ছবি ও উত্তরী
দেন।প্রতি ছাত্রছাত্রীদের একটি করে বই থুলেদেন।এতে
ছাত্রছাত্রীরা খুব খুশি।