পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষার জন্য আর্থিক সাহায্য দিলো এস বি আই
পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এস বি আই। পূর্ব মেদিনীপুর জেলার দীর্ঘদিনের অনাথ আশ্রম এটি।
পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠান। যা শুরু হয় ১৯৯৫ সালে, দীর্ঘ কোরোণা কালে আর্থিক সহযোগিতার অভাবে, কিছুটা দুরবস্থার মধ্যে পড়েছিল এই অনাথ আশ্রম। পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে কম্পিউটার ট্রেনিং সেন্টার তৈরির জন্য আজ ৫ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক সহযোগিতা করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের সম্পাদক শ্রী বলরাম করন এর হাতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন কলকাতা’র জেনারেল ম্যানেজার সুজয় কুমার যাদব ও ডেপুটি জেনারেল ম্যানেজার অজিত কুমার পোদ্দার।
অনাথ আশ্রমে ছাত্রছাত্রীরা এই সুবিধা পেয়ে আগামীদিনে পড়াশোনায় অনেক অগ্রগতি করবে এমনটাই আশা করছেন আশ্রম কর্তৃপক্ষ। অনাথ আশ্রমে ছাত্রছাত্রীরা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে নতুন দিশা পাবে।
বলরাম করনের হাত ধরে অনাথ আশ্রমের পথ চলা সহজ ছিল না। জীবন সংগ্রামের মত তিনি অনাথ আশ্রমে সংগ্রাম করে সাধারণের পাশে দাঁড়িয়েছেন। এখন অনাথ আশ্রমে বহু ছাত্র-ছাত্রী আবাসিক রয়েছেন। তাদের গঠন-পাঠন থেকে শুরু করে সার্বিক দায়িত্ব নিয়েছেন বলরাম করন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে তারাও খুশি।
পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এস বি আই। এই সহযোগিতায় খুশির হাওয়া আশ্রম জুড়ে।