মান্দারমনি কান্ডে দুজনকে গ্রেফতার করলো মান্দারমনি থানার পুলিশ।
মন্দারমনি কোস্টাল থানার চাঁদপুর এলাকায় যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারে ঘটনার যুক্ত থাকার অভিযোগে বুধবার দমদম থেকে দু’জনকে গ্রেপ্তার করল মন্দারমনি থানার পুলিশ।
আজ তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।বিচারক ১২ দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন।
ধৃত 2 যুবকের নাম প্রলয় দাস খড়দা থানা এবং অপর ব্যক্তির নাম মনোজ কুমার গোস্বামী বাড়ি দমদম থানা এলাকায়।
প্রসঙ্গত গত ১১ই সেপ্টেম্বর মান্দারমনি কোস্টাল থানার অধীন চাঁদপুরে সমুদ্র সৈকতে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই তদন্তে নামে মান্দারমনি কোস্টাল থানার পুলিশ।পরে ওই যুবতীর পরিচয় জানা যায় ওর বাড়ি নদিয়া তাহেরপুর থানা এলাকার বাসিন্দা।তার দিদির বাড়ি ব্যারাকপুর।এদিন বাড়ি থেকে বেরোনোর সময় দিদির বাড়ি যাচ্ছেন বলে,বাড়ি থেকে বেরিয়ে আসেন তারপরে তার খোঁজ নিয়েছিল না,পরে চাঁদপুরের কাছে তার মৃতদেহ উদ্ধার হয়।পরে তদন্তে পুলিশ জানতে পারে ওই তরুণীকে খুন করা হয়েছে।তদন্তে নেমে ন’দিনের মাথায় দু’জনকে গ্রেপ্তার করলো মন্দারমনি কোস্টাল থানার পুলিশ।