দিঘা: শীরকালেই বেড়াতে বেশি মন টানে।তাই শীতের শুরুতে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় পর্যটকদের আনাগোনা বেড়েছে।সপ্তাহান্তে দিঘায় পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা। কারনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতির দপ্তরের উদ্যোগে দিঘা উন্নয়ন পর্ষদের সহযোগিতায় আগামী ২৪ শে নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনদিনের সৈকত পাড়ে বসছে ” বাংলা মোদের গর্ব ” এর আসর। ২৪ নভেম্বর বিকেল চারটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। তিনদিনে থাকছে মেলা, প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতির দুপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক জানান, রাজ্য সরকারের কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এবং লোক শিল্পীদের প্রসার ও প্রচারের লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠানে আয়োজন। প্রত্যহ বিকেল ৫ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। জেলার লোক শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকছেন সংগীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়, সনজিৎ মন্ডল, পল্লব ঘোষ, থাকছে বাংলাব্যান্ড- কনফিউশান, উল্কা ও ব্যতিক্রম। এছাড়াও ছৌ নাচ, বাউল, কবিগান সহ নানা অনুষ্ঠান।
যে সমস্ত পর্যটক দিঘা আসার কথা ভাবছেন তাহলে সপ্তাহান্তের তিনটি দিনকে সামনে রেখে পাড়ি দিন রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায়। দিঘার সমুদ্র স্নানের মজার পাশাপাশি আগত পর্যটকদের কাছে রাজ্য সরকারের বাংলা মোদের গর্ব বাড়তি পাওনা। সকালে সমুদ্র স্নানের মজা রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রিয়জনের সাথে হারিয়ে যাওয়া। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন দিঘার উদ্দেশ্যে।।