মহিষাদল: রাজ্যের পর্যটন মানচিত্রে মহিষাদল রাজবাড়ি একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আজ থেকে কয়েকশ বছর আগে মহিষাদল রাজবাড়ি ও রাজবাড়ির কয়েকশ একর জায়গায় বাংলা হিন্দি ছায়াছবির পাশাপাশি একাধিক বাংলা হিন্দি ধারাবাহিকের শুটিং হয়েছে। বাংলা ও হিন্দির জনপ্রিয় বহু অভিনেতা অভিনেত্রী অভিনয় ও রাজবাড়িতে রাত কাটিয়ে গিয়েছেন। সারা বছর ধরে পরিচালকরা তাদের ছায়াছবি হোক বা ধারাবাহিকের শুটিং স্পষ্ট হিসাবে রাজবাড়িকেই বেছে নিয়েছে। উত্তমকুমা,সুচিত্রা, সৌমিত্র,অপর্ণা, উৎপল দত্ত, জিৎ, তাপসপাল, দেব, শুভশ্রী থেকে পুরাতন ও নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা এখানে শুটিং করে গিয়েছেন। মহিষাদল রাজবাড়িতে দত্তা,বসুপরিবার থেকে শুরু করে খোকা ৪২০ থেকে শুরু করে বহু বাংলা ও হিন্দি ছায়াছবি ও ধারাবাহিক এখনে শুটিং হয়েছে। কম বেশি সারা বছর শুটিং হয় মহিষাদল রাজ বাড়িতে। এবার রামুজি ফিল্ম সিটির স্টুডিও বানিয়ে যাতে সারা বছর শুটিং হয় তার উদ্যোগ গ্রহন করা হয়েছে রাজবাড়ির পক্ষ থেকে।
রাজ পরিবারের বর্তমান সদস্য সৌর্য্য প্রসাদ গর্গ জানান, সারা বছর ধরে বাংলা ও হিন্দির বহু ছায়াছবি ও ধারাবাহিকের শুটিং হয়ে থাকে। যাতে স্থায়ী শুটিং স্পষ্ট হিসাবে গড়ে তোলা যায় তার চেস্টা জালানো হচ্ছে। স্থায়ী শুটিং স্পষ্ট গড়ে তোলা হলে এলাকার বহু মানুষের কর্ম সংস্থানের সুযোগ হবে। সেই চেস্টা আমরা চালিয়ে যাচ্ছি।ইতিমধ্যে স্টার জলসার একটি ধারাবাহিকের শুটিংয়ের কাজ শুরু হয়েছে। আগামীদিনে যাতে অন্যান্য ধারাবাহিক বা ছায়াছবির শুটিং হয় তার চেস্টা করে চলেছি আমরা।
মহিষাদল রাজ পরিবারের পক্ষ থেকে রাজবাড়িকে সাজিয়ে তোলা হচ্ছে। পর্যটকদের জন্য “রাজার হালে” নামক ক্যাফে খোলা হয়েছে। পাশাপাশি রাজবাড়ির পুরানো প্রাচীন বাড়ি গুলিকে সাজিয়ে তোলার কাজ চলছে। শীতের মরশুমে একদিকে পিকনিক অন্যদিকে শুটিং দুয়ে মিলে জমজমাট হয়ে উঠছে মহিষাদল রাজবাড়ি।।