চন্দ্রযান এর লেন্ডার বিক্রম এর অবয়ব বাতিল মোবাইল ও ইলেকট্রনিক্স জিনিস দিয়ে বানিয়ে তাক লাগালো মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ কর।
। চন্দ্রযানের সেই সাফল্যকে বিভিন্নভাবে সেলিব্রেট করছে দেশের প্রত্যেকটি মানুষ। মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ কর সেই সাফল্যকে তুলে ধরলেন খারাপ মোবাইলেএ যন্ত্রাংশ ও ইলেকট্রনিক্স জিনিস এর মাধ্যমে।
তারই সৃষ্টি সৃজনের মাধ্যমে ইসরোকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।
বানাতে 2 ঘন্টারও বেশি সময় লেগেছে। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে মাইক্রো আর্টিস্ট এর কাজ করে চলেছেন প্রসেনজিৎ। জিতে নিয়েছেন বিভিন্ন পুরস্কার। কেশপুরের আনন্দপুর থানা অঞ্চলে বাবার একটি মোটরসাইকেল সারাই এর দোকান রয়েছে। যেখানে বসেই এই শিল্প গড়েন তিনি। এর আগেও পেন্সিলের শীষে গড়ে তুলেছেন বিভিন্ন মানুষের মূর্তি। কখনো তিনি এঁকেছেন মাদারটেরেজা কখনো আবার বিরাট কোহলি। এমনকি পাখির পালকের উপর তিনি এঁকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ল্যান্ডার বিক্রমের এই স্মারক বানিয়ে দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রসেনজিৎ কর।