পোলিও প্যারালাইসিসে আক্রান্ত রামনগরের গোবরার সুমিতা: পাশে থাকার আশ্বাস মন্ত্রী অখিল গিরির।
পোলিও প্যারালাইসিসে আক্রান্ত রামনগরের গোবরার সুমিতা দাস। জীবনের চলার পথ হঠাৎ যেন ছন্দপত। চিকিৎসার জন্য অভাব অনটনে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে সুমিতার। ছোটবেলা থেকেই স্বাভাবিক থাকলেও বয়স বাড়ার সাথে সাথে বিশেষ রোগে আক্রান্ত হয় সুমিতা। বর্তমানে হাঁটাচলা ঠিকভাবে করতেই পারে না সে। বাবা -মাকে ধরেই প সে এদিক সেদিক যাতায়াত করে। গোবরা অঞ্চলের তরফ থেকে তার হাঁটার জন্য এক বিশেষ সরঞ্জাম দেওয়া হয়। বাড়ি বাড়ি গোবরা অঞ্চল তার পাশে দাঁড়িয়েছে । আজ মন্ত্রী তথা এলাকার বিধায়ক অখিল গিরি সুমিতার চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী অখিল গিরি গোবরা অঞ্চলের আকনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন কর্মসূচির উদ্বোধনে এসে সুমিতা দাসের সাথে দেখা করেন ও তার পাশে থাকার বার্তা দেন। রামনগরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন কর্মসূচি হবে এমনটাই জানান মন্ত্রী অখিল গিরি।
গোবরা অঞ্চল তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব বিশ্বরঞ্জন মিত্র বলেন আমরা বারে বারে অসহায় মানুষ মেয়েটি পাশে আছি। আগামী দিনে সমস্ত রকম অসহায় পরিবার বর্গের পাশে আমরা থাকবো।
অসুস্থ সুবিধারসের বাবা চিত্তরঞ্জন দাস ও মা আরতি দাস। অভাব অনটনের সংসারের নুন আনতে পান্তা ফুরোয়। গোবরা অঞ্চলে ঘণ্টসোলা গ্রামে তাদের বাড়ি। বছর 25 এর সুমিতা দাস বলেন সে ভালো হতে চায় সুস্থ হয়ে পৃথিবীতে বাঁচতে চায়।
অসুস্থ সুমিতা দাসের মা বলেন মেয়ের এই অসহায়তার পাশে সবাই যেন এগিয়ে আসে।
সুমিতা দাস আগামী দিনে সুস্থ হয়ে উঠুক এই কামনা করছে সকলেই।