শিক্ষক দিবসে পাতা কেটে ও কফি পাউডার দিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণনের অবয়ব বানিয়ে তাক লাগিয়ে দিলো সঞ্জয় পয়ড়া।
চার ঘন্টা সময় ধরে পাঁচ ঘণ্টা সময় ধরে ছবি অঙ্কন করেছেন সঞ্জয়। মূলত পাতার উপর বিভিন্ন শিল্পকলা ফুটিয়ে তোলেন তিনি।চক কারভিং এ তিনি সমান দক্ষ। শুধু সর্বপল্লী রাধাকৃষ্ণানের এর ছবি নয়
রবীন্দ্রনাথ,মাদার টেরিজা থেকে মহা মানবদের ছবি আমন্ড বাদামের উপর,কফি দিয়ে, কালোজিরে দিয়ে,চক কেটে, পাতা কেটে দারুন ভাবে ফুটিয়ে তোলেন শিল্পী সঞ্জয় পয়ড়া । এ যেন অসাধারণ শিল্প শ্রীজনের ভাবনা। শুধু ছবি এঁকে নয় , আমন্ড বাদামের উপর আবার কখনো কফি দিয়ে, কালো জিরা দিয়ে তিনি বিভিন্ন শিল্প কলা ফুটিয়ে তোলেন। তাছাড়া পাতা কেটেও শিক্ষক দিবসে সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর প্রতিকৃতি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সঞ্চয় পয়ড়া । এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। ইতিমধ্যেই তিনি দেশ-বিদেশের বিভিন্ন অ্যাওয়ার্ড পুরস্কার এমনকি ম্যাজিক বুক অফ রেকর্ড ও ইন্ডিয়া বুক অফ রেকর্ড জয় করেছেন পশ্চিম মেদিনীপুরের সঞ্জয় পয়ড়া।
■বাইট:
সারা বছর ধরে বিভিন্ন শিল্প সাধনায় ব্যস্ত থাকেন শিল্পী সঞ্জয় পয়ড়া । বিভিন্ন মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি ও অবয়ব একে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ম্যাজিক বুক অব রেকর্ডে নাম নথিভুক্ত হয়েছে পাতা কেটে ষাটের বেশি মানুষের পোর্ট্রেট বানানোর জন্য।
তার বিভিন্ন শিল্প সৃজনে বারে বারে মুগ্ধ হয়েছে আপামর বাঙালি। শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক কুলকে তিনি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তার শিল্পকলার মাধ্যমে।
পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টেন নিউজ বাংলা।